অবতক খবর,১৩ এপ্রিল: শনিবার সকালে ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্লান্ট এর গেট এর সামনে পথ সভা অনুষ্ঠিত হয় বাম কংগ্রেসের জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে ।এদিন সকালে গেট মিটিং এ প্রার্থী ঈশা খান চৌধুরীর আসার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে আস্তে পারেন নি বলে দলীয় সূত্রে জানা যায়।তবে এই কর্মসূচিতে বাম ও কংগ্রেস নেতৃত্ব সকলেই উপস্থিত থেকে এই সভাকে পরিচালনা করেন।

মঞ্চ থেকে সিপিআইএম নেতা দিলীপ মিশ্র বলেন , আজ আমাদের জোটপ্রার্থী ঈশা খান চৌধুরী নির্বাচনী প্রচারে আসার কথা থাকলেও তিনি আসতে পারেনি কিন্তু তিনি যদি আগামী দিনে এই শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা না জানান তাহলে শ্রমিকরা কাকে ভোট দেবে সেটা তাদের ব্যাপার যে নেতৃত্ব শ্রমিকদের পাশে থাকবে সেই রাজনৈতিক দলের প্রার্থীকে শ্রমিকরা ভোট দিয়ে নির্বাচিত করবে বলে দাবি করেন ফরাক্কা সিটুর সভাপতি । তিনি জোট সমর্থিত প্রার্থী ইশা খান চৌধুরীর কাছে প্রকাশ্য সভায় দাবি করেন , তিনি কোন কারণে আসতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেন এবং বলেন মোদির বা মমতার গ্যারান্টি নয় গ্যারান্টি আমরা চাই জোট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরীর কাছে । তিনি যদি শ্রমিকদের সাথে এবং পাশে দাঁড়ান এবং আলাদা করে ম্যানেজমেন্টের সাথে না বসে শ্রমিকদের নিয়ে বসে আমাদের সাথে চলেন তাহলেই আমরা উনাকে বিপুল ভোটে সমর্থন জানাবো ।