অবতক খবর , স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইপিএলে প্লে-অফের লড়াই। চলতি আইপিএলে শুক্রবার এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এলিমিনেটরে হারলেই আইপিএল অভিযান শেষ। ঠিক তার আগে ভারত অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির ৩২ বছরে পা দিলেন। জন্মদিনের বিরাট শুভেচ্ছা আছড়ে পড়ছে সোশাল মাধ্যমে। এরই মধ্যে বিপক্ষ দলের অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গেই হুঙ্কার দিয়ে রাখলো সানরাইজার্স হায়দরাবাদ।

ক্যাপ্টেন কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদ টুইট করেছে, ‘শুভ জন্মদিন বিরাট কোহলি। দেখা হবে আগামীকাল আবুধাবিতে। অরেঞ্জ আর্মি এগিয়ে চলেছে।’

ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি টুইট করেছেন ‘একজন ভিকে অপর একজন ভিকেকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে। ভারতের জন্য এভাবেই বিরাট রান বানাতে থাকো।’

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে ক্যাপ্টেন কোহলির সতীর্থ ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স টুইটে লিখেছেন,’জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমাদের দলের অধিনায়ককে। ক্যাপ্টেন, এই দিনটা শুভ হোক।’

 

ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান ভিভি এস লক্ষণ টুইট করেছেন,’জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। তুমি, আরও বেশি সাফল্য, আনন্দ এবং ভালবাসা পাও এটাই কামনা করি।’

ভারতের আর এক কিংবদন্তী ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ টুইট করে লিখেছেন,’রান করার খিদে তোমার মধ্যে অব্যাহত থাকুক এবং আগামী দিনে তুমি সাফল্যের শিখরে পৌছাও এবং তুমি যা চাও তা পূর্ণ হয়।’

আবার প্রখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়ক ক্যাপ্টেন কোহলির জন্মদিন উপলক্ষ্যে সমুদ্রের বালুচরে বালি দিয়ে বিরাট কোহলির ছবি একে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন,’জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বিরাট কোহলি জি’কে।’

অন্যদিকে অধিনায়ক বিরাট কোহলি জন্মদিনের শুভেচ্ছায় গা ভাসিয়ে দিতে একদম নারাজ। প্লে অফের ‘ডু অর ডাই’ ম্যাচে নিজের এবং দলের সতীর্থদের ফোকাসে যাতে কোন খামতি না থাকে সতর্ক। দলের সতীর্থদের হায়দরাবাদের বিরুদ্ধে চার্জড আপ করতে গিয়ে ক্যাপ্টেন কোহলি বলেছেন,’আবুধাবিতে আসার পর থেকেই প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গী চ্যালেঞ্জ। বায়ো বাবলের সঙ্গে বাইশ গজে লড়াই। এখন আমরা লাস্ট ল্যাপে পৌঁছে গিয়েছি। এখান থেকে টুর্নামেন্টের জন্য আরও অনেক মজা অপেক্ষা করছে। আড়াই মাসের সব পরিশ্রম শেষে একটাই লক্ষ্য আমাদের সামনে অপেক্ষা করছে।’

সব মিলিয়ে ২০২০ আইপিএলের নক আউট পর্বে শুক্রবার বাইশ গজে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, চোখ বন্ধ করে বলাই চলে।