অবতক খবর,১৫ মে: প্লাস্টিক অভিযানে বিধাননগর পৌর নিগম। সকাল থেকে বিভিন্ন বাজারে তল্লাশি। তল্লাশি চালান বিধাননগর পৌর নিগমের এমআইসি হেলথ বাণীব্রত ব্যানার্জি। সল্টলেক এমডি ব্লক মার্কেট থেকে প্রথম অভিযান শুরু হয়।

বিধান নগর পৌর নিগমের এমআইসি হেলথ বানিব্রত ব্যানার্জি জানান,গত ২৫ তারিখ বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে ৭৫ মাইক্রনের নিচে কোনো বাজারে বা দোকানে প্লাস্টিক রাখা যাবে না। প্লাস্টিক বর্জন অভিযান সেই হিসাবে আজ শুরু করছি। আজ যাদের কাছে পাওয়া গেলো তাদের ছাড় দেওয়া হলো আজকের জন্য শুধু প্লাস্টিক গুলোকে বাজেয়াপ্ত করা হলো। বলা হয়েছে আমরা আবার আসবো এসে যদি কোনো দোকানে পাই তবে তাদের থেকে ফাইন নেওয়া হবে । এর পরেও যদি প্রয়োজন হয় তাদের গ্রেফতার করার ব্যবস্থা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে।৪১ টা ওয়ার্ডে এই অভিযান চলবে।