অবতক খবর , অভিষেক দাস,মালদা:- সুজাপুরের প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণে মৃত ও আহতদের পাশে দাঁড়ালো তৃণমূল পরিচালিত গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গয়েশবাড়ি এলাকার মৃত ও আহত ৪ টি পরিবারের হাতে কুড়ি হাজার এবং দশ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট পঞ্চায়েতের পক্ষ থেকে।

 

এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কালিয়াচক থানার আইসি আশিস দাস,স্থানীয় তৃণমূল নেতা আবু সুফিয়ান, মিরাজুল বসনি শফিকুল আলম সহ অন্যান্যরা। মৃতদের পরিবারের হাতে চেক তুলে দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন শোকার্ত পরিবারের সদস্যরা।

স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর  সকাল এগারোটা নাগাদ সুজাপুরের স্কুলপাড়া এলাকায় প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ছয় জনের। যাদের মধ্যে  মৃত ও আহত চারজনের বাড়ি বাখরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ।

যার ফলে মৃত দুই এবং আহত দুই পরিবারকে কুড়ি হাজার এবং দশ হাজার কুড়ি আর্থিক অনুদানের চেক পরিবারের গুলির হাতে তুলে দেয় সংশ্লিষ্ট  পঞ্চায়েত কর্তৃপক্ষ।