অবতক খবর , সংবাদদাতা , মালদা কালিয়াচক:- রবিবার কালিয়াচক -১ ব্লকের তারবিয়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে প্রয়াত মৌলানা  আবদুল  হাই এর স্মরণসভা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় । সভায় প্রয়াত মৌলানার বিভিন্ন দিক তুলে ধরে বিভিন্ন গ্রামে সমস্যা সমাধান, গঠনমূলক নেতৃত্বদান, সচেতনতা ও সামাজিক কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ও তাঁর স্মৃতিতে একটি স্মরনিকা প্রকাশ করা হবে । মৌলানা বিভিন্ন কাজের মাধ্যমে তিনি যে বেঁচে ছিলেন। তাঁর নামে আগামীতে স্বাস্থ্য সেন্টার, গ্রন্থাগার বা কোন কিছু গঠন করে তাঁর নামকরণ করে বাচিয়ে রাখতে সচেষ্ট উদ্যোগতাঁরা। প্রসঙ্গত, সম্প্রতি ৬৪ বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট মৌলানা আবদুল হাই ।

তাঁর প্রয়ানে  কালিয়াচক সহ জেলায়  নেমে আসে শোকের ছায়া। এদিন শোকসভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সাল পিস ফাউন্ডেশনের সম্পাদক আজিজুর রহমান, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নজিবর রহমান, মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ড: আমজাদ আলী, শিক্ষক জিকরাউল হক, নয়মৌজা ইদগাহ ইমাম মৌলানা মুফতি আসাদুল্লাহ, প্রয়াত মৌলানার ছেলে হাফেজ নাজমুস সাহাদাত ও মাহামুদুল হাসান প্রমুখ ।  এদিনের সভায় উদ্যোগতারা জানান, আবদুল হাই   একাধিক মাদ্রাসা , প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। দল মত ধর্ম বর্ণ বহু মানুষের কাছে তিনি সমাদৃত ছিলেন। সচেতনতা সভা, সাম্প্রদায়িক সম্প্রীতি, পালস পোলি, স্বাস্থ্য সচেতনতা শিবির থেকে  প্রতিবাদী সচেতনতার  মঞ্চে ও তাঁর ডাক পড়ত । নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।    মুসলিম বিবাহ ম্যারেজ রেজিস্টার  এন্ড কাজী  ছিলেন।  ঐতিহ্যবাহী গয়েশবাড়ি অঞ্চল আলতাফিয়া দারুল উলুম ফাউন্ডার ও মুখ্য  পরিচালক।  ইউনিভারসাল  পিস ফাউন্ডেশনের সভাপতি  ছিলেন।    মালদা জেলা  জমিয়তে উলামায়ে হিন্দের মালদা জেলা সভাপতি ছিলেন। তাঁর স্মৃতিতে এদিন সকলেই স্মৃতি চারনা করে ভাষন দেন ও কাজের প্রশংসা করেন।