অবতক খবর,২২ নভেম্বর: দক্ষিণ ২৪ পরগনা জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকার একমাত্র কলেজ হল ঢোলা মহাবিদ্যালয়। এই মহা বিদ্যালয়ের প্রিন্সিপাল মানবী বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন কলেজে অনুপস্থিত। এমনই অভিযোগ ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকাদের। দীর্ঘদিন কলেজে না আসার ফলে ক্ষোভে ফেটে পড়েছে কলেজের পড়ুয়ারা। প্রিন্সিপাল না আসার ফলে চরম সমস্যায় পড়েছেন বিভিন্ন স্কলার্শিপ হোল্ডার ছাত্র ছাত্রীরা।

শুধু ছাত্র-ছাত্রী নয়, দিনের পর দিন কলেজে অনুপস্থিত থাকার ফলে অসন্তোষ দেখা দিয়েছে কলেজের অধ্যাপক অধ্যাপিকা দের মধ্যেও।

কলেজ সংক্রান্ত বহু সমস্যা জমেই রয়েছে। কলেজের গভর্নিং বডি সদস্যদের ক্ষোভ থাকলেও ছাত্র-ছাত্রীদের স্বার্থে কোনো সদুত্তর পাওয়া যায়না তাদের কাছ থেকে, এমনই দাবি অভিভাবকদের।
ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগও জানানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ তাদের লিখিত অভিযোগের কোনো গুরুত্ব দেননি কেউ।

তবে প্রিন্সিপাল ম্যাডাম নাকি অসুস্থ। ছাত্র ছাত্রীদের এবং অভিভাবকদের বক্তব্য যদি প্রিন্সিপাল অসুস্থ থাকেন তাহলে মেডিকেল লিভ নিয়ে কেন অন্যের উপর কোনো দায়িত্ব দিচ্ছেন না? অথবা ভাইস প্রিন্সিপাল এর উপর কেন দায়িত্ব ছাড়ছেন না ম্যানেজিং কমিটি?

তবে ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন আগামী দিনে একটা বড় আকার নিতে পারে, তারই ইঙ্গিত দিয়ে চলেছে।