অবতক খবর,৮ ফেব্রুয়ারি: প্রার্থীতালিকা নিয়ে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ। এই পরিস্থিতিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “প্রার্থী তালিকায় সই করেছি আমি ও সুব্রত বক্সী।

জেলা সভাপতিদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সবাই সামিল হতে চাইছেন। কিন্তু প্রার্থী তো একজনই হন, সবাইকে প্রার্থী করা যায় না। দলের নেত্রী এক, প্রতীক এক, সবাই দলের পাশে দাঁড়ান। গতবারের থেকেও বেশি আসনে তৃণমূলকে জয়ী করতে হবে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়। উত্তর ২৪ পরগণায় ভোটের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস।”