অবতক খবর,২৪ ডিসেম্বর:প্রায় ১০ দিন বন্ধ থাকার পর খুলে গেল বনগাঁ মহকুমা হাসপাতালের হাউ ডিপেনডেন্সি ইউনিট (HDU)
খুশি রুগির পরি জনেরা।

বনগাঁ মহকুমা হাসপাতালে উপর নির্ভর করে বনগাঁ বাগদা গাইঘাটা সহ এলাকার কয়েক লক্ষ মানুষ।
রোগীরা বনগাঁ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের অবস্থা জটিল হলে এইচডি হতে রেফার করে চিকিৎসকেরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই ইউনিটে মোট ৬ জন চিকিৎসক রয়েছে। তার মধ্যে তিনজন উচ্চশিক্ষার জন্য পড়তে চলে গিয়েছে। একজন চিকিৎসকের সম্প্রতি ছেলে মারা গিয়েছে। তিনি আসছেন না। হলে দুজন চিকিৎসক নিয়ে কোন গুরুত্বপূর্ণ বিভাগ চালু রাখা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবারেই খবর সম্প্রচারিত হওয়ার পরই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে
জরুরী ভিত্তিতে দুজন চিকিৎসক কে নিয়োগ করা হয়।

এরপরে শুক্রবার সকাল থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।