অবতক খবর,২৭ ডিসেম্বরঃ

রাজ্যের তিন আইসির বাড়িতে তল্লাসী-

ভালো কথা রাজ্যের তরফে যে চেষ্টা করা হচ্ছে, এটা আগে করা হলে রাজ্যকে বদনাম হতে হতনা। কেউ সন্দেহের উর্ধ্বে নয়। এরা টাকা তুলে পার্টিকে দেয়। হয়তো সিবিআই তদন্তের কথা রয়েছে, তাই এদের তল্লাসী করা হচ্ছে।

গ্রুপ ডি’র চাকরি তালিকায় বিজেপির সাংসদ ঘনিষ্ঠ-

সব পরীক্ষায় দুর্নীতি হয়েছে, কে যে নিয়েছে কে যে নেয়নি বলা মুশকিল। অনেকে আমাদের পার্টিতে চলে এসেছে। যার চাকরির দরকার সেই টাকা দিয়েছে। এনকোয়ারি হওয়া দরকার। এসপার ওস্পার না হলে আবার শুরু হয়ে যাবে

বন্ধ হচ্ছে অন্ন যোজনা-

কেন্দ্রীয় সরকার তো ঘোষণা করেছে আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে। এখন তো বন্ধ হওয়ার কথা নয়। হয়তো কোনো রেস্ট্রিকশন আছে।

অনুব্রত মণ্ডলের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ-

পুলিশের যে কাজ করার কথা ছিল,সেটা এখন সিবিআই করছে। পুলিশ এখন অপরাধীদের রক্ষাকর্তার ভূমিকায়। মানুষের মধ্যে কী প্রভাব হবে?

ডেবরার বিজেপির মণ্ডল সভাপতি তোলাবাজিতে অভিযুক্ত-

কিসের জন্য তুলতেন তিনি আমি জানিনা। আমাদের একজন মণ্ডল সভাপতি কী দিতে পারেন মানুষকে। এখন তৃণমূল এটাই শুরু করেছে। চাকরি চুরির তালিকায় পাশ করাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিজেপি আছে সেটা দেখানোর জন্য। এটা তো তৈরি হয় বিডিও অফিস থেকে। তাহলে? এভাবে হাওয়া তুলে কোনো লাভ নেই।

পঞ্চায়েত নির্বাচনের আগে নজরুল মঞ্চে মমতা-

নজরুল মঞ্চ থেকে বার্তা দিয়ে সংগঠন শক্ত হয়না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে দেখেছেন জঙ্গলমহলের কি অবস্থা। মানুষ চোখে চোখ রেখে কী পাননি বলেছেন। এবার কর্মীরা গেলে তাদের কলার ধরবেনা মানুষ? গিয়ে দেখুক এবার।