অবতক খবর,১৯ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃপ্রাচীন শতাব্দীর চার দিনের গ্রাম্য বাৎসরিক মহাপ্রভুর রাধাগোবিন্দএর ২৪ প্রহর হরিরাম সংকীর্তন উৎসবকে ঘিরে আনন্দ উৎসাহের সঙ্গে মেতে উঠলেন মন্তেশ্বর এর বাঘাসন গ্রামের মানুষজনেরা। বাঘাসন গ্রামের বাসিন্দা তথা ২৪ প্রহর হরিনাম সংকীর্তন উৎসবের কর্মকর্তা সঞ্জয় বিদ, ধনঞ্জয় নন্দীরা জানান গ্রামের প্রায় কয়েকশ বছরের আগে এই গ্রামে মহামারী ও কলেরা রোগের পাদূর্ভাব দেখা দিয়েছিল সেই সময় গ্রামের অনেক মানুষজন মারা যাচ্ছিল, তার ফলে গ্রামের মানুষজন একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় এই মহামারী আটকাতে সেই সময় বাঘাসন গ্রামে হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে ২৪ প্রহর আরম্ভ করেন।

সেই থেকেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই বাঘাসন গ্রামে ২৪ প্রহর হয়ে আসছে । প্রত্যেক বছরের চৈত্র মাসের প্রথম দিন থেকে আরম্ভ হয় এই ২৪ প্রহর, চলে চার দিন ধরে এই ২৪ প্রহর উৎসব ১২৪ বছরে পদার্পণ করল। এটা গ্রামের একটা বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে বলে জানান কর্মকর্তারা। কুঞ্জভঞ্জন, মালসাভোগ ও আজ হরিলুটের মধ্য দিয়েগ্রামের পাড়ায় পাড়ায়

আপাল বৃদ্ধ মানুষজনরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আবির খেলতে খেলতে গোটা গ্রাম পরিক্রমা করে।

গত দুই বছর করোনার প্রভাবে পূজা সেইভাবে না হওয়ায়, এই বছর আনন্দে উৎসাহের ২৪ প্রহর উৎসব কে ঘিরে গ্রামে বসেছে মেলা , ও প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন ভরে উঠেছে। ২৪ প্রহর উৎসব চারদিনের প্রত্যেকদিন আলাদা আলাদা ভাবে

বাংলা লোকসংস্কৃতি হারিয়ে যাওয়া রাত্রিতে , বাউল গান, নাম সংকীর্তনঅনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ দিন ধরে এই উৎসব অনুষ্ঠান হয়। মেলায়

বাচ্চাদের নানান রকম অনেক খেলাধুলার জন্য দোকান , খাবারের দোকান বসেছে। উদ্যোক্তারা আরো জানান ২৪ প্রহর উপলক্ষে লোকসমাগম হয় প্রচুর।