অবতক খবর,৯ মার্চঃ দোলযাত্রা এবং হোলিতে বাড়িতেই সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল বীজপুর বিধানসভার দু’বারের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে কাঁচরাপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায়কে।

তাঁর বাড়িতে আসতে দেখা গেল একাধিক নেতা-নেত্রীদের। এদিন তাঁর বাড়িতে দেখা গেল কাঁচরাপাড়া কল্যাণী,নৈহাটি,কাঁপা গ্রাম পঞ্চায়েত থেকে একাধিক বর্তমান এবং প্রাক্তন নেতৃত্বরা উপস্থিত হন এবং তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

একসাথে এত জন নেতা-নেত্রীদের উপস্থিতি একপ্রকার রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে।

যাদের এদিন প্রাক্তন বিধায়কের বাড়িতে দেখা গেছে,তাদের মধ্যে বেশিরভাগই এখন দলে গুরুত্বহীন।

এই সৌজন্য সাক্ষাৎয়ে কি ফের তারা গুরুত্ব পাবেন দলে? নাকি অন্য কোন রাজনৈতিক সমীকরণ চলছে তাদের মধ্যে? প্রশ্ন উঠেছে জনমনে!

তবে প্রতিবছর এই রংয়ের উৎসবে বিভিন্ন নেতৃত্বের সাথে ছবি দেখা যায় প্রাক্তন বিধায়কের। কিন্তু এইবছর অদ্ভুতভাবে দোল এবং হোলির দিনগুলিতে শুভ্রাংশু রায়ের কোন ছবি প্রকাশ্যে আসেনি। আর এতেই জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে,কি এমন মিটিং হলো যে,কোন ছবিই বাইরে এলো না?

সব মিলিয়ে বীজপুরের রাজনৈতিক পরিস্থিতি এখন যথেষ্টই রহস্যময় হয়ে উঠেছে।