অবতক খবর :: মালদহ ::     করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত স্কুলগুলির ছুটি দিয়েছেন। সমস্ত প্রাইমারি স্কুল গুলিতে বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানোর ক্ষেত্রে প্রতিটি স্কুলের বাচ্চাদের বাড়িতে চাল আলু দেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারি কর্মচারীদের। আর সেই চাল দিতে গিয়ে আইসিডিএস কর্মীরা গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন ঘটনাটি ঘটেছে হবিপুর থানার ঋষি পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর চাঁদপুর এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ যে চাওয়াল সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই চাল গুণগতমান খুবই খারাপ এবং সমস্ত চালে পোকা দেখা দিয়েছে যা খাওয়ার যোগ্য নয়। এই নিয়ে আইসিডিএস কর্মীদের কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

ঘটনাটির মেনে নিয়ে সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হবিবপুর ব্লকের সিডিপিও নীলাঞ্জন বিশ্বাস তিনি জানিয়েছেন পোকা ধরা চাল কি করে গ্রামে গেল সে বিষয়ে তদন্ত করে দেখা হবে সেই চাল পাল্টিয়ে ভালো চাল দেওয়া হবে।