অবতক খবর,১৭ মার্চঃ প্রসবকালীন সময়ে হাসপাতালে মৃত্যু যমজ সন্তানের, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ পরিবারের। ব্যাপক উত্তেজনা তেহট্ট মহকুমা হাসপাতালে।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে প্রসব যন্ত্রনা নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন তেহট্টের অভয়নগরের বাসিন্দা রেখা বিবি। অভিযোগ ভর্তি নেওয়ায় পর নার্সরা স্যালাইন, ইঞ্জেকশন দিলেও কোনো চিকিৎসক তাকে দেখেননি। ইতিমধ্যে বেডেই ওই মহিলা একটি সন্তান প্রসব করেন। কিন্তু চিকিৎসকরা সময়মতো ব্যবস্থা না দেখায় সদ্যজাতের মৃত্যু হয় বলে অভিযোগ। এরপর ওই প্রসূতিকে লেবার রুমে নিয়ে গেলে সেখানেও আরো একটি মৃত সন্তান প্রসব করেন। পরিবারের লোকজনের অভিযোগ চিকিৎসকের গাফিলতিতেই ওই দুই সদ্যজাতের মৃত্যু হয়েছে। তাঁরা যদি সময়মতো ব্যবস্থা গ্রহণ করতো তাহলে তাদের বাঁচানো যেত। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও কর্মীরা ঘুমাচ্ছিলেন, তাঁদের ডেকে ডেকেও সাড়া পাওয়া যায় নি। বিষটি জানাজানি হতেই শুক্রবার সকালে হাসপাতালে চত্বরে ভিড় করেন পরিবারে লোকজন। তাঁরা কর্তব্যরত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিস। তাঁদেরকে ঘিরেও চলে বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।