২০২০ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন। পরীক্ষার্থীদের আগাম প্রস্তুতি নিতে বলা হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁস
তমাল সাহা

কা বা ক্যা শব্দটির ব্যূৎপত্তি ও উৎপত্তি লেখ?
এটির উচ্চারক কে?
কা বা ক্যা এর পাল্টা জবাবে
কি বলতে হবে?
কারা বলবে?
ছিঃ! ছিঃ! মানে কি?

এই স্লোগানটি কোথায় তোলা হয়েছিল?
সে সময়ের উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম লেখ।
তাদের পরিচয় কি?
তারা কি কবি শিল্পী বা জনগায়ক?

হ্যাঁ বা না লিখে উত্তর দেবে,
কিছুতেই নাম উল্লেখ করবে না।

প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাষায়
উমেদার, প্রতারক, প্রবঞ্চক কাদের বলে?

পাশে অবশ্যই রেখাচিত্র দেবে।
তার জন্য অবশ্যই অতিরিক্ত নম্বর পাবে।

যারা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে,তাদের প্রত্যেককে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়ে ‘কাকশ্রী’ শিরোপায় ভূষিত করা হবে।

পুনশ্চঃ সতর্কীকরণ—
মানীদের মান আছে।
নাম উল্লেখে মানহানি মামলার
সম্ভাবনা আছে।