অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বিজয় দশমীর দিন বেলডাঙ্গা ডুমরি নদীতে নৌকা বাইচ। ৫জন যুবকের মৃত্যু হয় সকলেই অল্পবয়স্ক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন , যেখানে প্রশাসন এবং কোর্টের নির্দেশে জমায়েত না করার নির্দেশ ছিল সেখানে কি করে এত জমায়েত হতে পারে।

নৌকা বাইচের সময় কি করে নৌকায় জল ঢুকলো সেই দেখার দায়িত্ব কার ? এছাড়া নৌকায় এত জনকে উড়তে দেওয়া হল কেন এ প্রশ্নের উত্তর প্রশাসনকে দিতে হবে উপযুক্ত কোন লাইটের ব্যবস্থা ছিল না কোন রেস্কিউ দল ছিলনা এজন্য তিনি প্রশাসনকেই দায়ী করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি জানাবেন সেই রকম দরকার হলে তিনি কোর্টের দ্বারস্থ হবেন বলে জানালেন।