অবতক খবর,২২ ডিসেম্বর: সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা খৃষ্টান ধর্মাবলম্বী মানুষেরা মাতা মেরির গর্ভের সন্তান প্রভু জিসুর আগমন দিন পঁচিশ ডিসেম্বর বড়ো দিন খৃষ্টমাস উপলক্ষে খৃষ্টানদের উপাসনা গৃহ চার্চ ও প্রাঙ্গণে আয়োজিত হবে নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান , বাইবেল থেকে আলোচনা, নৃত্য ও সঙ্গীত উপস্থাপনা, সামাজিক ,সেবা কর্ম তৎসহ সাংস্কৃতিক, বিচিত্রানুষ্ঠান ।

এই সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে এক ব্রাদার ও সিষ্টার , বিশ্ব বাসিকে বার্তা দিলেন। বড়ো দিন উপলক্ষে শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন সেই সঙ্গে সকলের মঙ্গল সমৃদ্ধি সুখ শান্তি সুস্থতা কামনা করেন ঘনশ‍্যামচক খানকাহ পাক কুল মশায় খানে তরিকতের জুমলা পীরের আস্তানার সেবাদাতা সিরাজাম মনিরা, নিম্ন দামোদর বন‍্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক ,পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট‍্যুরিষ্ট এ‍্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ্য গোপাল মিত্র,তুলসিবেড়িয়া দরগা শরীফের পীর রফিকুল ইসলাম খান, সমাজকর্মী সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক ও আম্বিয়া বেগম সহ আরো অনেকে।