অবতক খবর,২০ ডিসেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ওই স্কুলের সহ শিক্ষক। আর সেই মিথ্যা মামলা তোলার দাবিতে আজ দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার অফিসে ডেপুটেশন দিল এলাকার মানুষ শিক্ষক এবং প্রাক্তন ছাত্র রা। অভিযোগ ওই স্কুলের দুই শিক্ষক স্কুলের নিয়ম ভঙ্গ করে যখন তখন স্কুল থেকে বেরিয়ে যেত কিংবা স্কুলে ঢুকতো।

আর সেই অনিয়মের প্রতিকার করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে ঢোকা বেরোনোর নিয়ম তৈরি করলে ওই দুই শিক্ষকের চক্ষুশূল হয়ে পড়েন প্রধান শিক্ষক। আর এই কারনেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাড়াও আরো ৩ জনের বিরুদ্ধে ওই দুই শিক্ষক মিথ্যা মামলা করে বলে অভিযোগ গ্রামবাসীদের। পাশাপাশি গ্রামবাসীদের আরো অভিযোগ ওই দুই শিক্ষ স্কুলের প্রধান শিক্ষককে মারধর করেছেন এছাড়াও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ। আর সেই কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা তোলার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন এলাকাবাসী।