অবতক খবর,১৯ জুলাই,নদীয়া:- ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে, রাতের অন্ধকারে এইরকমই বেশ কিছু পোস্টার ছেয়েছে শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েত এলাকায়। বাদ যায়নি বাগআচড়া উচ্চ বিদ্যালয়ের গেট, বাস স্ট্যান্ড এমন কি পঞ্চায়েত অফিসের দেওয়ালও।

ওয়ারিশন দুর্নীতি ঠেকাতে যে অডিটর এসেছিলেন তাকেও নাকি ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে এমনও অভিযোগ,করে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগানো হয়। ওই পোস্টারে আরও লেখা হয়েছে, দুর্নীতি যুক্ত প্রধানের পদত্যাগ এবং শাস্তি চাই।

যদিও স্বীকারোক্তি হিসেবে “জনগণ” লেখা ছাড়া নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। পঞ্চায়েত প্রধান মমতা ধারা বলেন, কেউ বাকারা রাতের অন্ধকারে আমাকে কালিমালিপ্ত করতে পোস্টার মেরেছে। তাদের কিছু বলার থাকত তাহলে পঞ্চায়েতে এসে লিখিত আবেদন জানাতে পারতেন, বিডিও অফিসে অভিযোগ জানাতে পারতেন।

তবে গোটা ঘটনা ভিডিও এবং শান্তিপুর থানার পুলিশকে জানিয়েছি, জানিয়েছি বিধায়ককেও তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।