অবতক খবর,১৪ ডিসেম্বরঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত প্রধানের ভাইয়ের। বর্তমানে ওই পঞ্চায়েত প্রধানের ভাই রেশন ডিলার এবং তার রয়েছে দোতলা বাড়ি। নদীয়ার চাপড়া ব্লকের পিপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান জানান, তিনি নিজেই তার ভাইয়ের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন পাঠিয়েছিল। প্রধানের দাবি সামনেই পঞ্চায়েত ভোট তাই আমাদের সকলের সরকারি ঘর দেওয়ার জন্য নাম পাঠিয়েছি।

এইভাবে চাপড়া ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত প্রধানের আত্মীয়-স্বজন ও গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন শাসকদলের নেতা-নেত্রীদের ভাইয়ের নাম রয়েছে যাদের প্রত্যেকের বাড়ি দোতলা আছে বলে দাবি বিরোধীদের। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়া নিয়ে নামের তালিকার তদন্তের ভার দেওয়া হয়েছে স্থানীয় থানা গুলিকে। এতদিন এই ভাবেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়ে এসেছে যারা প্রাপ্য নয় তারা। যারা ঘর পাওয়ার উপযোগী তারা তাদের জমির সমস্ত কাগজপত্র জমা দেওয়া সত্বেও আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দুর্নীতিই কি হাতিয়ার করতে পারে বিরোধীরা তা শুধু সময়ের অপেক্ষা।