অবতক খবর,১২ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেন এইবার প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে । ঘোষণার পর থেকেই গোটা রাজ্যের পাশাপাশি জেলাতেও শুরু হয় ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের ভ্যাকসিন দেওয়া। করোনার তৃতীয় ঢেউ এর প্রভাব এড়াতে সরকার আবারো বিভিন্ন নিয়ম ও বাধ্যবাধ্যকতা চালু করেছে ।

তারই মধ্যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ১ নম্বর ব্লকের দেবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেখা গেল ১৫ থেকে ১৮ বছরের ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার লাইনে অনিয়ম। নাক সুন্দর লাইনে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের অনেকের মুখেই নেই মাস্ক , নেই সামাজিক দূরত্ব। মাস্কের কথা জিজ্ঞেস করলে ছাত্র-ছাত্রীরা বলছে এক মাস্ক ব্যাগে রয়েছে । সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা শুরু করতে থাকে ।