অবতক খবর,৩০ জুনঃ ২০০৮ সালের জুলাই মাসে কালিম্পং-এ কলিকটে এক মহিলা অভিযোগ করেন যে প্রায় ৩০ জন দুষ্কৃতী তাদের বাড়িতে হানা দিয়ে বাড়ি এবং দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনায় বিমল গুরুং, হরকা বাহাদুর ছেত্রী সহ ২৪জনের নাম জড়ায়।

তবে চার্জ হিয়ারিং চলাকালীন বিমল গুরুং এর নাম খারিজ হয়ে যায়। ১৪ বছর পর সেই মামলায় সাজা ঘোষণা করলো এম পি এম এল এ আদালত। ওই ঘটনায় ২৩ জনের মধ্যে ৭জনকে গতকাল দোষী সাবস্ত করে আদালত। আজ সেই সাত জনকে ৫ বছরের সস্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।

এছাড়াও কয়েকটি ধারায় ১ থেকে ২ মাস পর্যন্ত জেল হেফাজত ও জরিমানা করা হয় বলে জানান আইনজীবী সোমা মন্ডল। এই দোষীদের মধ্যে ৩জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছেন। এই প্রথমবার বিধাননগরের এই বিশেষ আদালতে সাজা ঘোষণা করা হল।