অবতক খবর,২৩ ফেব্রুয়ারিঃ প্রত্যন্ত সুন্দরবনের মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রশাসনিক তৎপরতায় গাড়ি ও খেয়া পার হয়ে পরীক্ষা সেন্টারে।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের সুন্দরবনের মাধ্যমিক পরীক্ষার্থীরা দীর্ঘ দু বছরের কর্ণ মহামারী কে অতিক্রম করে আবারো পূর্বের ন্যায় পরীক্ষা দিতে মাধ্যমিক হলে প্রবেশ করল। এতে স্বভাবতই খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবকরা। সকাল থেকেই দেখা গেল খেয়া ঘাটে পুলিশ প্রশাসনের তৎপরতায় মাইকিং প্রচার যাতে তারা নির্বিঘ্নে সেন্টারে পৌঁছাতে পারে। সুন্দরবনের বিভিন্ন সেন্টারে নির্বিঘ্নে এবং প্রশাসনিক তৎপরতায় পরীক্ষা হবে। ছাত্র-ছাত্রীদের প্রথম দিনের পরীক্ষায় একটা উদ্দীপনা ও লক্ষ্য করা গেছে এবং কোন প্রকার অসুবিধা হলে তার জন্য শিক্ষক শিক্ষিকার আছেন এমনটা জানিয়েছেন বহু প্রাচীনতম বিদ্যালয় দুলদুলি ডিএন হাই স্কুলের শিক্ষক গোপালচন্দ্র পাত্র মহাশয়।