অবতক খবর :: শিলিগুড়ি ::    চরম সংকটে শিলিগুড়ির রাস্তায় নেমেছে মিলনপল্লির রবিন বিকাশ সংঘের সদস্য ও তাঁদের পরিবার। দিন রাত এক করে তৈরি করছে ত্রানের প্যাকেট। কি থাকছে এই প্যাকেটে? চাল, ডাল, তেল, মশলাপাতি, সোয়াবিন, লবন। সঙ্গে আবার আলু, পেঁয়াজ, ফুলকপি, বাধাকপি সহ অন্য সবজীও। একটি পরিবারের সাত দিনের অর্থাৎ এক সপ্তাহের বাজার। অন্য সংগঠনের ভাবনা থেকে একটু আলাদা।

শিলিগুড়ি শহর তো বটেই মহকুমার প্রত্যন্ত এলাকায় পিকআপ ভ্যান নিয়ে হাজির ক্লাব সদস্যরা। লাগোয়া ডাবগ্রাম – ফুলবাড়ি এলাকা-সহ চা বাগানের শ্রমিক বস্তিতেও পৌঁছে যাচ্ছেন তারা।

ক্লাবের অন্যতম সদস্য বাপি চক্রবর্তী জানান, প্রতিদিন ২৫০টি পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে এই ত্রান সামগ্রী। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিষেবা চালিয়ে যাবেন তারা। দুঃস্থ, অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতেই ক্লাব সদস্যরা এগিয়ে এসেছেন। তাদের এই উদ্যোগে অভিভূত শহরবাসী।