অবতক খবর,২৫ মার্চঃ দীর্ঘ কয়েক মাস ধরে নোয়াপাড়া থানা অঞ্চলের বিভিন্ন জায়গায় মোবাইলের ফাইভ-জি টাওয়ার বসানোর নাম করে চলছে প্রতারণা। গত ২৮ শে ফেব্রুয়ারি ১৭ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করা হয় নোয়াপাড়া থানায়, সেই অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ তদন্ত চালিয়ে গ্রেপ্তার করে পাঁচ অভিযুক্তকে। ধৃত ব্যক্তিদের নাম সুদীপ বিশ্বাস সুজন ঘোষ সঞ্জয় বালা তপন মন্ডল ও মোহিতোষ কুন্ডু। ধৃত মহিতোষ কুণ্ডুর বাড়ি জগদ্দল থানার অন্তর্গত গোলঘর বাজার এলাকাতে। ঘটনার মূল চক্র মোহিতোষ কুন্ডু ।সূত্রের খবর দীর্ঘদিন ধরেই এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে মোহিতোষ প্রায় কয়েক কোটি টাকার প্রতারণা করেছে সে। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন থানা সহ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগেও তার নামে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদেরকে শনিবার নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। ধৃতদেরকে ১৪ দিনের পুলিশে হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে।