অবতক খবর , মিতিন , কলকাতা :- বিস্ফোরনের কাজে ব্যবহৃত প্রচুর পরিমাণ ডিটোনেটর ভর্তি একটি চার চাকা গাড়ী আটক করলো পুলিশ । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।

আটকের মধ্যে রয়েছে চব্বিশ হাজার ডিটোনেটর । গতকাল গভীর রাতে রামপুরহাট-দুমকা রাস্তার ঝনঝনিয়া মোড়ের কাছে এই ডিটোনেটর ভর্তি চারচাকা গাড়ীটি আটক করে রামপুরহাট থানার পুলিশ ।

পুলিশ চারচাকা গাড়ী ও ডিটোনেটর গুলি বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককেও ।