প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির…

অবতক খবর,৯নভেম্বর : চোপড়ার প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বুধবার চোপড়া থানা ফুটবল মাঠে। এদিন স্বেচ্ছায় রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি ছোটদের অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোনাপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চোপড়া ব্লকের সমাজসেবী প্রীতি রঞ্জন ঘোষ এবং জাকির আবেদীন। সোসাইটির সভাপতি মহম্মদ হানিফ ও সম্পাদক হারুন রশিদ এবং আব্দুল খালেক জানান, তাদের সোসাইটির এক বছর পূর্তি উপলক্ষে এদিনের অনুষ্ঠান। তাদের সোসাইটির মূল লক্ষ্য হল, বিশেষ করে ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দূর করা। রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানিয়েছেন তারা। সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।