অবতক খবর,২৪ নভেম্বর: খড়দহ পৌরসভার 16 নম্বর ওয়ার্ড নারকেল বাগান এলাকায় প্রকাশ্যে দিনের আলোয় পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। এলাকার একটি মাত্র পুকুর এইভাবে ভরাট করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার স্থানীয় বাসিন্দারা।

এলাকায় অগ্নিকাণ্ড লাগলে জলের জন্য ভরসা এই একটিমাত্র পুকুর। পুকুর ভরাটের এই খবর খড়দহ বিধানসভার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় জানার পর তিনি খড়দহ থানার পুলিশ ও খরদহ পৌরসভাকে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন। তারপরই আজ সকাল থেকে খড়দহ পৌরসভার উদ্যোগে পুকুর ভরাটের কাজ বন্ধ রেখে পুনরায় আবার সেই আগের জায়গায় পুকুরকে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধায়কের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এই ধরনের উদ্যোগে যথেষ্ট খুশি এলাকার সাধারণ মানুষ।