অবতক খবর,৩০ এপ্রিলঃ আজ প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে প্রকাশিত হলো মৈত্রীদূত চতুর্মাসিক সাহিত্য পত্রিকার বৈশাখ সংখ্যা ১৪৩০। কল্যাণী ঘোষপাড়া অঞ্চল সংলগ্ন অঙ্গনওয়াড়ি স্কুলে এই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংখ্যাটিকে একটি বিশেষ সংখ্যা বলা যায়। এই সংখ্যাটি লিটিল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পথিকৃৎ লেখক-কবি সন্দীপ দত্ত এবং পুরাতনী সংগ্রাহক মণি ভট্টাচার্যকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হয়েছে।

সন্দীপ দত্ত ও মণি ভট্টাচার্যকে তাদের বিভিন্ন লেখকের বিভিন্ন দৃষ্টিলব্ধ রচনা দ্বারা সংখ্যাটি সমৃদ্ধ। এছাড়া অন্যান্য সংখ্যার মতো গল্প কবিতা রম্য রচনা ভ্রমণ কাহিনী ও গ্রন্থ সমালোচনা রয়েছে, রয়েছে ছোটদের পাতা।