অবতক খবর,৯ মার্চঃ প্যান্ডেল বাধাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে। সংঘর্ষে মৃত এক বৃদ্ধ।আহত দুই পরিবারের বেশ কয়েকজন।ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার ছোট শহর গ্রামে। সংঘর্ষের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, বুধবার দুপুরে ছোট শহর গ্রামের বাসিন্দা মহ: খুরশেদের মেয়ে খুশনেমা বিয়ের জন্য তাদের শরিক মহ: ফৈয়াকের জমিতে প্যান্ডেল বাধতে গিয়েছিলেন।মহ: ফৈয়াকের পরিবার প্যান্ডেল বাধায় আপত্তি করেন। তাতেই দুই পক্ষের মধ্যে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন। লাঠি,ধারালো অস্ত্র দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহ: ফৈয়াক সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের করনদিঘি গ্রামীন হাসপাতালে আনা হয়। মহ: ফৈয়াকের আঘাত গুরুতর থাকায় তাকে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজে না এনে আহত ফৈয়াককে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় করনদিঘি থানার পুলিশ।অভিযুক্ত মহ: খুরশেদ পরিবার গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা দেয়।করনদিঘি থানার পুলিশের কাছে ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সবাই পলাতক।তাদের খোঁজে তল্লাশী চলছে।