অবতাক খবর, সংবাদদাতা ভাটপাড়া ::- গত ২৩ মে লোকসভা নির্বাচনে বিজেপি ১৮ আসন জিতে যাওয়ার পরবর্তী কালে বারাকপুর মহকুমার ৮ পুরসভারই তৃণমূল কংগ্রসের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল । কিন্তু এরপরে সাম্প্রতিক  ইস্যু ভিত্তিক nrc, npr, caa  মতো আন্দোলনের সারা দেশ উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়।  দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ সহ লোকের মৃত্যু ঘটনার প্রেক্ষিতে বিজেপি কিন্তু ব্যাকফুটে চলে যায় ।  পুনরায় সমস্ত বারাকপুর মহকুমার পুরসভার কাউন্সিলরগণ বিজেপি থেকে  তৃণমূল কংগ্রেসের দলে ‘ঘরওয়াপসি’ করেন।যেসব পৌর সভা হাতছাড়া হয়েছিল পুনরায় ৮ পুরসভায় তৃণমূল কংগ্রেসেস্র দিকে ঘুরে আসে ।

শেষমেশ ভাটপাড়া পুরসভাও তৃণমূলের দখলে ফিরে আসে । আজ এই পুরসভার সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সকল বিধায়কগণ যেমন পার্থ ভৌমিক, পরেশ পাল, পরশ দত্ত সহ বারাকপুর, ভাটপাড়া, হালিশহর, কাঁচরাপাড়া, গারুলিয়া পুরসভার চেয়ারম্যানেরা । এছারাও উপস্থিত ছিলেন বারাকপুরের অবজার্ভার সুবোধ অধিকারি সহ অন্যান্য নেতৃবর্গ । ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, বারাকপুর মহকুমার ৮ পুরসভা নিয়ে পুরনিগম গঠনের প্রক্রিয়া চলছে ।এই অনুষ্ঠান মঞ্চ থেকে ৪০ জনকে নিঃশর্ত পাট্টা প্রদান করা হয় ।