অবতক খবর, ইসলামপুর: বৃহস্পতিবার ইসলামপুর তিস্তা মোড় সংলগ্ন এলাকায় ইসলামপুর পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী। তিনি বলেন,এটি চালু হওয়ায় পৌর এলাকার বাসিন্দারা চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন।

ইসলামপুর মহকুমা হাসপাতালের পাশাপাশি এখানে চিকিৎসার একটি বিকল্প ব্যবস্থা তৈরি হওয়ায় তা কাজে লাগবে স্থানীয় মানুষজনের। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল জানান, এটা তৈরীর জন্য বরাদ্দ হয়েছিল পঁচাত্তর লক্ষ টাকা। ষাট লক্ষ টাকার কাজ ইতিমধ্যেই শেষ করা হয়েছে। আরো পনেরো লক্ষ টাকা পেলে ফার্নিচার সহ অন্যান্য কিছু কাজ বাকি রয়েছে তা সম্পন্ন করা হবে।যাতে ওই অর্থ খুব শীঘ্রই বরাদ্দ করা হয় সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।এখানে প্যাথলজি সহ সমস্ত বিভাগ থাকবে। এখানে এলাকার মানুষ খুব কম খরচে যাতে উন্নত মানের চিকিৎসা পেতে পারে সে বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে বর্তমানে এটির আউটডোর চালু হচ্ছে। সেখানে দুজন চিকিৎসক থাকবেন।এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর হাসপাতালের সুপার নারায়ণ মিদ্যা কাউন্সিলর মোজাফফর হোসেন এবং অপর কাউন্সিলর সম্পা দে তালুকদারের প্রতিনিধি সঞ্জয় ছেত্রী,প্রাণ গোপাল সাহা,রঞ্জন মিশ্র প্রমূখ।