সাম্প্রতিক ঘটনা সম্বলিত তিনটি প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের মান সমান।৩০×৩=৯০

পোস্টমডার্ন নয়,আল্ট্রা মডার্ন কবিতা
তমাল সাহা

এক) পদবী

দালাল বলিয়া একটি পদবী রহিয়াছে।
হলফনামা দাখিল করিয়া মাজি পদবীটি মাইজি পদবীতে রূপান্তরিত করিতে উকিলবাবুর কতদিন সময় লাগিবে, বলো।
এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করা যাইবে না।

পদবীর এই পরিবর্তনে বিশেষ কি কি সুবিধা পাওয়া যাইবে বিশদে লেখ।

দুই) শিল্পদপ্তর

শিক্ষা দপ্তরে চাকরি বিক্রি করিয়া উপার্জন করা যায়। ইহা আদালতে প্রমাণিত।
শিল্প দপ্তরেও এমন কোনো বিক্রয়ের সুযোগ আছে কিনা অনুসন্ধানপূর্বক লেখো।

পুনশ্চঃ
এই বিষয়ে সহযোগিতার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী বা বর্তমান শিল্পমন্ত্রীর নিকট আবেদন করিতে পারো।

তিন) দিবস পালন

দক্ষিণেশ্বরের ভুবনেশ্বরী কালীঘাটেশ্বরীতে রূপান্তরিত হইয়াছেন।
সম্প্রতি জানা গিয়েছে যিনি কালীঘাটেশ্বরী তিনিই মা সারদা, তিনিই ভগিনী নিবেদিতা এবং তিনিই মাদার টেরিজা। অতি সম্প্রতি তিনি হালিশহরের রাণী রাসমণিতে রূপান্তরিত আছেন।

তাহা হইলে আগামী বৎসর হইতে কালীঘাটেশ্বরীর জন্মদিনেই অর্থাৎ একই দিনে মা সারদা, ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা ও রাণী রাসমণির জন্মদিবস পালন করা যাইবে কিনা যুক্তি দাও।

মৃত্যুদিবসটিও কি একই দিনে পালন করা হইবে? শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মতামত সহ লেখো।

*সুন্দর হস্তাক্ষরের জন্য ১০