অবতক খবর, হুগলীঃ পোলবা স্কুল পুলকার দুর্ঘটনার পর রাজ্য সরকার ও হুগলি জেলা পুলিশ প্রশাসনের নজরদারির পাশাপাশি আজ সকালে স্কুলের গাড়ি ড্রাইভার দের সর্তক করলেন স্কুলের প্রধান শিক্ষক।

ঘটনাটি বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের। প্রধান শিক্ষক বিদ্যুত ঘোষাল নিজে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থেকে প্রত্যেক গাড়ি চালকদের গাড়ি আস্তে চালানোর জন্য সাবধান করেন। এবং পরামর্শ দেন গাড়ির চালকদের রোজ সকালে বাড়ি থেকে বেরানোর সময় গাড়ি ঠিক আছে কিনা তাও দেখে নেবেন ।

বিদ্যুৎ বাবু বলেন, প্রায় ৩০ টি মতো গাড়ি স্কুলে আসে, একটাও স্কুলের গাড়ি ন‌য়। তাও আমারা সবাইকে সতর্ক করে চলেছি। আগামী দিনে গাড়ির মালিক, চালক এবং অভিভাবকদের নিয়ে একটি আলোচনা করা হবে। আজ স্কুলে প্রার্থনার পর বাচ্চাদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক বলেন, গাড়ি কাকুদের বলবে গাড়ি আস্তে চালাতে।