এই আমাদের ভারতবর্ষের মহান নেতা। সব লোকদেখানো কাণ্ডকারখানা।
কখনো আমীর, কখনো ফকির,কখনো ধ্যানী, কখনো যোগা বীর,দেশ বেচার ফিকির। কখনো পরিবেশপ্রেমী,কখনো পাখিপ্রেমী, কখনো দলিতপ্রেমী– তিনি প্রেমী আর প্রেমী।

পোজ
তমাল সাহা

বেচে দিচ্ছে দেশ
খোশমেজাজে বেশ।
কত রকম রূপ তোমার
দেশবাসীকে উপহার!

কর্মযোগী তুমি
যোগা-র সমাবেশ
পরনে দশ লাখি বেশ।

কখনো গুহার নির্জনে
ধ্যানী দরবেশ
কখনো সমুদ্র তীরে
পলিথিন বোতল কুড়ানিয়া
প্রেমী-পরিবেশ
কখনো গঙ্গা বসতি যায়
দলিতের পায়ে হাত
ধুয়ে দিতে ঢালছো জল
মিতরোঁ দেখো কৌশল।

চারো তরফ দাঙ্গা খুন হয়রানি
কাঁহা গিয়া
আদমিকা কাম, দানাপানি?
নেই কোনো চিন্তা, খোঁজ।
এখন পাখি প্রেমিক বড়
দেখো, কী দারুণ পোজ!

বর্ষারাত,শ্রীনাথ বহুরূপী
শুধু সেজেছিল বাঘ।
এতো বিশাল বহুরূপী!
দেখলে আজ
শরৎ চাটুজ্জে আশ্চর্য অবাক।