অবতক খবর,২৯ জুন: আজ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কাঁচরাপাড়া জুড়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়। কবিগুরু রবীন্দ্র পথ জুড়ে প্রতিবাদীরা প্ল্যাকার্ড এবং দলীয় ঝান্ডা নিয়ে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এই করোনা পরিস্থিতিতে এমনিতেই যানবাহন চলাচল বিপর্যস্ত,যেটুকু চলছে এই পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাস মালিক,চালক অর্থাৎ পরিবহনের সঙ্গে যুক্ত মানুষেরা আর্থিক অনটনে পড়েছেন। এর বিরুদ্ধে জনপ্রতিবাদ জানাতে আজকের কর্মসূচি।

আজকের কর্মসূচিতে সিপিএমের পক্ষে এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত,শ্রমিক নেতা শম্ভু চ্যাটার্জী,অন্যদিকে সিপিআই-এর পক্ষে ছিলেন শ্যামল ব্যানার্জী, সুধীর দত্ত,অসিত সরকার, কংগ্রেসের পক্ষে ছিলেন বরিষ্ঠ নেতা বিকাশ মল্লিক, সঞ্জয় ব্যানার্জী, কৃষ্ণাদ্রি বিশ্বাস প্রমুখ।

দলীয় নেতারা জনবিরোধী নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং জনগণকে তাদের পাশে থাকার জন্য আবেদন জানান।