অবতক খবর :: বহরমপুর ::     আমিষ রান্না হলে যে জিনিসটা ছাড়া একেবারেই অচল সেটি হচ্ছে পেঁয়াজ। মুর্শিদাবাদে ডাঙ্গাপাড়ায় প্রতিবছরই কয়েক বিঘা জমিতে পেঁয়াজের চাষ করা হয়। লকডাউন চলাকালীন পেঁয়াজ চাষিরা মাঠে পেঁয়াজ তুলতে গেলে যে পরিমাণ পেঁয়াজ হওয়ার কথা তা একেবারেই হচ্ছে না।

কিছুদিন আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পেঁয়াজ কে সোনার সঙ্গে তুলনা করা হয়েছিল। কেউ কেউ লকারের রাখারও ছবি পোস্ট করেছিলেন। কিন্তু আজ যে চাষীরা পেঁয়াজ চাষ করেছেন সেই চাষিরা জানাচ্ছে সেইভাবে দাম পাচ্ছেন না তারা। তারপরে আবার লকডাউন। না হলে বাইরে শ্রমিকের কাজ ও করতে পারবেন না তারা। কি করে সংসার চলবে সেটাই এখন চিন্তার কারণ।

সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কিছুদিন আগে একটি ভিডিওতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চাষীদের কথা বলেছিলেন। সেইখানে এই কৃষকরা একবারে দিশেহারা হয়েছে। তারা যে জমিতে চাষাবাদ করেন সেই জমিটা অন্যজনের এবং অনেক শ্রমিক কাজ করে, কিন্তু জমির মালিক কে ভাগ দেওয়া আবার শ্রমিকদের পরিশ্রমের পয়সা দেওয়া কি করে হবে কিছুই বুঝতে পারছেন না তারা। তাই খুব কষ্টের মধ্যে দিন কাটছে পেয়ার চাষীদের।