অবতক খবর,১২ ডিসেম্বর : পূর্ব মেদিনীপুরে ঝাড়াই মাড়াইয়ের পর মাঠে থাকা মজুদ ধানে ভোররাতে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতীরা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় দুই বিঘা জমির ধান। ঘটনার খবর পেয়ে আগুনে ছাই হওয়ার থেকে বেঁচে যাওয়া ধান উদ্ধার করতে গিয়ে আগুনে জখম হয়েছেন ধানের মালিক দেবব্রত বেরা ।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের খড়ুই পশ্চিম সাই এলাকায়। জানা গিয়েছে ধান কাটার পর ঝাড়াই করার পরে ওই মাঠেই বস্তার মধ্যে রাখা ছিল মাঠের সমস্ত ধান। রাতের অন্ধকারে কেউ বা কারা সেই ধানের গাদা তে আগুন লাগিয়ে দেয়। ভোরের দিকে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় ধানের মালিক কে। খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্য করতে গিয়ে আগুনে ঝলসে গিয়েছে ধানের মালিকের দেহ। তাকে স্থানীয়রা উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটির বিস্তারিত খবর পুলিশকে জানিয়েছেন স্থনীয়রা। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।