অবতক খবর,৩০ নভেম্বর,বাঁকুড়া:- পূর্ব পাকিস্তান থেকে আসা 42 টি পরিবারের হাতে দলীল তুলে দেওয়া হল বিষ্ণুপুর মহাকুমার পক্ষ থেকে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ বিষ্ণুপুর মহকুমার 42টি পরিবারের হাতে নিঃস্বার্থ দলিল তুলে দিলেন বিষ্ণুপুর মহকুমা শাসক এবং বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক ।

ওপার বাংলা থেকে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত পরিবারগুলি ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন তাদের কথা চিন্তা ভাবনা করে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন প্রান্তের নিঃস্বার্থ দলিল তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে । ইতিমধ্যে বিষ্ণুপুর মহকুমা 3783 টি পরিবারের হাতে নিঃস্বার্থ দলিল প্রদান করা হয়েছে আজও এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিষ্ণুপুর থানার বাসুদেবপুর এবং সোনামুখী থানার বেশ কয়েকটি গ্রামের 42 টি পরিবারের হাতে নিঃস্বার্থ দলিল তুলে দেওয়া হল ।