অবতক খবর,৪ আগস্ট: পূর্ববর্ধমান হিউম্যান রাইটস সোশ্যাল জাস্টিস মিশন এর পক্ষ থেকে বেলকাশ পঞ্চায়েত এলাকায় বেশকিছু গরীব-দুঃস্থ এলাকা পরিদর্শন করে দেখলেন হিউম্যান রাইটসের যে সমস্ত আধিকারিক এবং কর্মকর্তা রয়েছেন তারা। মানুষ কি অবস্থায় রয়েছে, কিভাবে এই জল বৃষ্টির সময় তারা দিন কাটাচ্ছেন,কতটা কষ্টের মধ্যে রয়েছন, শহর লাগোয়া এই গ্রাম অঞ্চলে পরিদর্শন করে দেখলেন তারা। আর কি প্রয়োজন কতটা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন এইসব বিষয়ে তারা ঘুরে দেখেন,গত চারদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে চরম সমস্যায় পড়তে হয়েছে বেলকাশ অঞ্চলে গরীব-দুঃস্থ এলাকার মানুষজনদের। তাই তাদের কথা চিন্তা ভাবনা করে প্রায় ৩০০টি পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে তারা শুকনো খাবার বিতরণ করলেন, আরো কিছু ত্রাণ তুলে দিলেন যাতে আরো এক দুদিন তারা খাওয়া-দাওয়া করতে পারেন।

আগামী দিনে আরও যদি কোন অসুবিধা তাদের থাকে, সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন হিউম্যান রাইটস সংগঠনের সভাপতি-সম্পাদকসহ সদস্যরা।