অবতক খবর,৯ নভেম্বর: শারদীয়া ও দ্বিপাবলীর রেশ কাটতে না কাটতেই সামনেই ছট আগামী বুধবার ও বৃহস্পতিবার মেতে উঠবে সাধারণ মানুষেরা।পূজো উপলক্ষ্যে যেমন সেজে উঠছে নদীর ঘাট গুলি পাশাপাশি পূজোর সামগ্রী কিনতে পূজো উদ্যোক্তারা বাজারে বাজারে ভির জমাচ্ছে।এমনি চিত্র দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার ও তারা বাজারে।ফল মূল থেকে শুরু করে ডালি কূলা,পূজাড় সামগ্রী কিনছে পূজা উদ্যোক্তারা।

পূজো উদ্যোক্তাদের মূখে কিছুটা হলেও আনন্দো কারণ অন্যানবার সামগ্রী চরা দাম থাকে পূজার সময় এবছর অনেকটা সাভাবিক,ফলে কেনা কাটা করতে সমস্যা হচ্ছে না বলে জানান পুজা উদ্যোক্তারা।এই পূজা আগে সুধু হিন্দীভার্ষি মানুষদের মধ্যে সীমা বদ্ধ ছিলো, কিন্তু যতদিন যাচ্ছে এই পূজার আয়োজকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এই পূজায় কোন পূরহীত লাগে না নিষ্ঠা সহকারে দুই দিন উপবাস থেকে গঙ্গা ও প্রথমদিন অস্তগামী সূর্য ও দ্বিতীয় দিন উদীয় মান সূর্যকে পূজা দিয়ে উপবাস ভঙ্গ করে ব্রত চারিরা।এই পূজা খুব যাগ্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে করলে মনস্কামনা পূরণ হয়।তাই দিন দিন এই পূজা হিন্দী ভার্ষি মানুষের পাশাপাশি বাঙালি সহ সব জাতীর মানুষেরা মেতে উঠছে।তাই শেষ মূহুর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে পূজা উদ্যোক্তারা হাতে যে সময় নেই বল্লেই চলে।