অবতক খবর,১১ জানুয়ারিঃ দিন কয়েক আগেই কাটোয়া নগর এলাকায় ঘটে গিয়েছিল ভয়াবহ বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কয়েকজন, আহত হয়েছিলেন বহু যাত্রী। ঘটনার পর থেকেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চলছে বাসে নজরদারি সহ নানা রকম সচেতনামূলক কর্মসূচি। বুধবার মন্তেশ্বর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক কার্যাল য়ে মন্তেশ্বর ও মেমারি এলাকার বাস মালিক বাসের চালকসহ অন্যান কর্মীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কালনার এসডিপিও সপ্তসি ভট্টাচার্য, মন্তেশ্বর বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর থানার ওসি কুনাল বিশ্বাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা সমিতি পূর্ত ও পরিবহনের কর্মদক্ষ আহমেদ হোসেন শেখ সহ অন্যান্য আধিকারিকরা। ওসি বলেন, দুর্ঘটনা রোধে এদিন বাসের ছাদের সরঞ্জাম খুলে দেওয়া, দ্রুত গতিতে গাড়ি না চালানো, কুয়াশার সময় গাড়ি নিয়ন্ত্রণ রেখে চালানো, সময় মত গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করা। সহ বিভিন্ন দিক গুলি নিয়ে আলোচনা হয়েছে। বাস মালিক সমিতির পক্ষেও পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে এবং প্রশাসনিক বিধি নির্দেশ গুলিকে মেনে চলা হবে বলে জানিয়েছেন তারা।

কুসুম্গ্রাম বাস মালিক সমিতির কনভেনার তথা মেমারি বাস মালিক সমিতির সম্পাদক অনিল চৌধুরী আমাদের কি জানালেন দেখুন।