অবতক খবর,১ জুলাইঃ ঘটনার বিবরণে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে বন্যার জলে ডুবন্ত পাট ক্ষেতের পাশে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা ১ ব্লকের অন্তর্গত গীতালদাহ ২ গ্রাম পঞ্চায়েতের ভোরাম পয়স্তি এলাকায়। জানা যাচ্ছে মোফাজ্জল হোসেন নামে বছর ৩৮ শের মৃত ওই ব্যাক্তির বাড়ি গীতালদাহ ১ গ্রাম পঞ্চায়েতের খারিজা হরিদাস গ্রামে। গ্রামবাসীদের সূত্রে জানা গেছে আজ সকালে তারা সেখানে মৃতদেহটিকে ভাসতে দেখে। যেহেতু ওই এলাকাটি সীমান্ত লাগোয়া তাই দ্রুত খবর দেওয়া হয় গীতালদাহ বিএসএফ ক্যাম্পে, ও দিনহাটা থানায়। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে দিনহাটা থানার আইসি সুরজ থাপা ও এসডিপিও ত্রিদিব সরকার ঘটনাস্থলে পৌঁছান এবং বিএসএফের সহায়তায় মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্যদিকে যে এলাকায় মৃতদেহটি উদ্ধার হয়েছে সেটা বাংলাদেশের সীমান্তের অনেকটা কাছেই। আর সীমান্তের ওই এলাকা পাচারকারীদের কাছে অনেকটা স্বর্গরাজ্য। এমনকি বিশেষ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তিও সম্ভবত পাচারের সঙ্গে যুক্ত। তবে কাল ওই ব্যক্তি সেখানে গরু পাচারের জন্য এসেছে, না অন্য কোন কারণে এসেছে, নাকি কেউ তাকে খুন করে সেখানে ফেলে রেখে গিয়েছে এসব নিয়েই এখন তৈরী হয়েছে ধন্দ।