অবতক খবর,৪ মার্চ,নদীয়া:- পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ির ধাক্কায় বেঞ্জামিন বিশ্বাস(৫০) নামের এক পথচারীর মৃত্যু হয় নদীয়ার তেহট্টে। এরপরই উন্মত্ত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। স্থানীয় চিত্রসাংবাদিক সন্তু সাহা এবং বেশ কয়েকজন সাংবাদিক সেখানে ছবি তুলতে গেলে তাঁকে উত্তেজিত জনতা তাকে মারধোর করে। ভাংচুরের পাশাপাশি দীর্ঘক্ষন ধরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে অবরোধ করে রাখে জনতা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। উত্তেজিত জনতা তাদের ওপরও চড়াও হয় বলে জানা যায় পুলিশ সূত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনার তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও অবরোধ ওঠে। তবে গাড়িটি যে পুলিশের এবং করিমপুর থেকে চাকদা থানার কাজেই যাচ্ছিলেন সে কথা স্বীকার করেন অতিরিক্ত পুলিশ সুপার।