অবতক খবর , সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ,পূর্ব মেদিনীপুর :- শনিবার ভোররাতে পুলিশি অভিযান ময়নার বাকচায়! উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা সহ বোমা তৈরির উপকরণ! আটক বেশ কয়েকজন।আর তা নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।জেলা পুলিশের দাবী গত বছর পঞ্চায়েত ভোটের পর বাকচায় এক তৃনমূল নেতা প্রকাশ্যে দিবালোকে খুন হয়।সেই খুনের পরিপেক্ষিতে পুলিশ প্রায় ৩০ জনের নামে মামলা রুজু করেছিল।বেশ কিছু জন গ্রেপ্তার হলেও বেশিরভাগ আসামী পলাতক ছিল।গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ শনিবার ভোররাতে কয়েকটি টিমে ভাগ হয়ে অভিযান চালায় বাকচা এলাকায়।

পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা ও বোমা তৈরির উপকরণ।পুলিশ আটক করেছে বেশ কয়েকজনকে। বাকি আসামীদের ধরার জন্য এই রকম অভিযান চলতে থাকবে এমনটাই জানাল অ্যাডিশেনাল এস পি সৈয়দ এম এম হাসান। তবে এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ সপ্তাহ খানেক আগে বাকচার এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয় পিংলা এলাকায়।সেই ঘটনা ধামাচাপা পড়ে গেছে। তৃনমূলের দাবী পঞ্চায়েত ভোটের পর বিজেপি বাকচা কে ওদের আঁতুড় ঘর ভেবেছে।বোমা ও বোমার উপকরন উদ্ধারে পুলিশের সঙ্গে শাসক দলের কোনো সম্পর্ক নেই।