অবতক খবর,২৭ সেপ্টেম্বরঃ আজ শুভ দ্বিতীয়া।পুজো এসেই গেলো অবশেষে।তাই পুজো মন্ডপগুলিতে এখন চরম ব্যস্ত মন্ডপ তৈরী ও প্রতিমার শেষ তুলির টান দিতে।বিভিন্ন জায়গার মতো কোলাঘাট ব্লকের ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো মন্ডপেও ঠিক একই চিত্র ধরা পড়লো।

চলছে চূড়ান্ত ব্যস্ততা।দিনরাত এককরে চলছে মন্ডপ,আলোকসজ্জা ও প্রতিমার কাজ।তবে প্রতিবছরের মতো এবছরও নতুনত্বের ছোঁয়া রাখার চেষ্টা করেছে এই ক্লাব সংস্থা।এবার মন্ডপটি একটি মন্দিরের আদলে তৈরী হয়েছে।তবে প্রতিমা এখানে একেবারে ব্যতিক্রমি রয়েছে।দেবীর হাতে থাকছে না কোন অস্ত্র।পুরোপুরি মাটির শাড়ি থেকে অলংকার।

ক্লাব সংস্থার দাবী, দেবীর হাতে অস্ত্র না রেখে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে।গত দুবছর কোভিড মহামারীতে উৎসবে সর্বত্র পড়েছিলো ভাঁটা।তবে এবছর প্রায় কোভিড মুক্ত পরিবেশ হওয়ায় এখন বাঁধভাঙা খুশির রেশ বইবে সাধারন মানুষের মধ্য,এমনটাই আশা ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ক্লাব সদস্যদের।