অবতক খবর,২৭ অক্টোবর,তমলুক: শব্দের অপব্যবহার করে তারস্বরে ডিজে বাজানো একাধিক অভিযোগ জমা পড়ে জেলার বিভিন্ন থানায়। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাও গ্রহন করাও হয় পুলিশের পক্ষ থেকে। সামনেই শ্যামা মায়ের পুজো। সেই পুজোয় যাতে শব্দের অপব্যবহার না হয় তার জন্য মঙ্গলবার তমলুকের সুবর্ণজয়ন্তী ভবনে জেলার পাঁচটি থানা এলাকার ( নন্দকুমার, তমলুক, ময়না, কোলাঘাট ও পাঁশকুড়া) সাউন্ড ওনার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে তমলুক মহকুমা পুলিশ আদিকারীক অতীশ বিশ্বাস, উপস্থিত সাউন্ড ওনার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের জানান, আমরা শব্দ সিস্টেমের বিরুদ্ধে নয়।তবে শব্দের অপব্যবহার করে তারস্বরে বাজালে তখন ব্যবস্থা গ্রহন করে থাকি।

সরকারি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে চলতে হবে কোথায়, কোন পরিবেশে কতমাত্রায় সাউন্ড ব্যবহার করা হবে তা বৈঠকে উপস্থিত সংগঠনের প্রতিনিধিদের জানানো হয়। সংগঠনের প্রতিনিধিরাও প্রশানের নির্দেশ মেনে আগামী দিনগুলিতে তাদের সাউন্ড সিস্টেম ব্যবহার করবে বলে জানা।আগামী দিনে অন্যান্য থানা এলাকার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে বলেও জানান অতীশবাবু। সম্প্রতি কয়েকদিন আগেই নন্দীগ্রামে তারস্বরে মাইক বাজানোর ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়। সেই সাথে বাজেয়াপ্ত করা সাউন্ড সিস্টেমের জাবতীয় সরঞ্জাম। আগামীদিনে যাতে সাউন্ড ওনার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সমস্যায় পড়তে না হয় তার জন্য পুলিশের পক্ষ থেকে এই ধরনের একটি বৈঠকের আয়োজন করা হয়।