অবতক খবর,৩১ আগস্টঃ কাঁচরাপাড়ার ছোট ছোট ব্যবসায়ীরা জানাচ্ছেন,এবার পুজোর মরশুমে বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। তাদের ব্যবসা এখন ভাটার মুখে। মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটবেই। কিন্তু আমাদের কি হবে? আমাদের ভাগ্য কি ফিরবে? আমরা কি কপালপোড়া ব্যবসায়ী হয়ে থাকবো? আমাদের সব ব্যবসা খেয়ে নিয়েছে শপিং মলগুলো।

মধ্যবিত্ত চেতনায় আচ্ছন্ন মানুষ। বড় বড় মাছেরা যে ছোট ছোট মাছদের গিলে ফেলবে কিছুতেই তারা বুঝছেন না। তাদের চিন্তা চেতনা এখন শপিংমলমুখী। তারা সবাই এখন মলের দিক ঝুঁকছে। ফলে তাদের যে ব্যবসা সেটা মার খাচ্ছে। মানুষ যদি এটা না বোঝে,ক্রেতারা যদি সমব্যথী না হয়,তাহলে তাদের এই পুজোর মরশুমটা মাটিই হয়ে যাবে বলে মনে করছেন ছোট ছোট ব্যবসায়ীরা। এর প্রতিকারের কি উপায় আছে কে জানে?