অবতক খবর,২৮ সেপ্টেম্বর: ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর সহ জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে উপনির্বাচন। বিধানসভা নির্বাচনের আগেই সেখানকার প্রার্থীরা করোনায় মারা যান।

এবার রাজ্যের আরও চার কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। শান্তিপুর, গোসাবা, খড়দহ ও দিনহাটায় উপনির্বাচনের ৩০শে অক্টোবর। অর্থাৎ পুজোর পর। ২রা নভেম্বর ভোট গণনা হবে।

কমিশন সূত্রে খবর,১লা অক্টোবর থেকে শুরু হবে নোটিফিকেশন। ৮ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১১ অক্টোবর মনোনয়নের স্ক্রুটিনি। ১৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৩০ অক্টোবর উপনির্বাচন। ২ নভেম্বর ভোট গণনা। ৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া।