অবতক খবর,২৫ সেপ্টেম্বর: প্রতিবছরের মতো এবছরও পুজোর আগে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির দানের সামগ্রী নিলাম শুরু হলো।শনিবার সর্বমঙ্গলা মন্দিরে সারা বছর ধরে দান হিসেবে পড়া শাড়ি,গহনা ও অন্যান্য জিনিস নিলামের ডাক দেওয়া হয়। এদিন অগণিত মানুষ এই নিলামের জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তবে করোনা আবহে ভিড় এড়াতে দুদিনের এই নিলামের আয়োজন করা হয়েছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টিবোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, প্রথমদিন শাড়ি ও অন্যান্য বস্ত্রসামগ্রী নিলাম করা হবে।পরে গহনা নিলামের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা আয়োজন করা হয়েছে। কোভিব পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে নিলাম থেকে সংগৃহীত অর্থ মন্দিরের উন্নয়ন ও পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানান তিনি।