অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ পুজোর আগে পূর্ত দফতর সমস্ত রাস্তা সারাই করে ফেলবে। দুর্ঘটনা এড়াতে বুজিয়ে ফেলা হবে সমস্ত গর্ত, খানা খন্ড।

বর্ষায় রাস্তাঘাটের ক্ষতি হয়। এই বছরও হয়েছে। বহু জায়গায় ইলেকট্রিক, কেবলের তার বসানো সহ একাধিক কাজের জন্যেও রাস্তা ক্ষতিগ্রস্থ হয়।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসব এবার বিশেষ ভাবে পালিত হচ্ছে, ইউনেস্কোর স্বীকৃতির কারণে। বাঙালি যাতে ঠিকমত উপভোগ করতে পারে উদযাপনে যেন কোন হোঁচট না লাগে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় উত্তর রাস্তা মেরামতির কাজে হাত দিল পূর্ত দফতর। দফতরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ শুরু হয়েছে। খুব দ্রুত মেরামতির কাজ শেষ হয়ে যাবে।

প্যাঁচ ওয়ার্ক হবে। যাতে ট্রাফিক মুভমেন্ট এ কোনও সমস্যা না হয়। যাতে কোনো দুর্ঘটনা না হয়।